Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উন্নয়ন সহায়তা তহবিল

উন্নয়ন সহায়তা তহবিল

অর্থ বছরঃ2022-2023

 

উন্নয়ন সহায়তা তহবিল

অথ বছরঃ ২০২২-২০২৩

ক্র:নং

স্কিমের নাম

স্কিমের ধরন

ওয়ার্ড

বরাদ্দের ধরণ

বরাদ্দকৃত টাকা

ছবি

খয়েরবাড়ী বাজার লাবুর দোকান হতে ফুটবল মাঠ র্পযন্ত রাস্তা সিসি করন  

যোগাযোগ

উন্নয়ন সহায়তা তহবিল

২,৭৪,০০০

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
ফুলবাড়ী, দিনাজপুর
 
 
 
 
 
                                               
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ফুলবাড়ী উপজেলা ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন(বিজিসিসি) কমিটির ২য় সভার কার্যবিবরণী:
সভাপতি: জনাব মোঃ রিয়াজ উদ্দিন
উপজেলা নির্বাহী অফিসার
ফুলবাড়ী, দিনাজপুর।

সভার স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, ফুলবাড়ী, দিনাজপুর।

সভার তারিখ: ৩১/০৫/২০২২ খ্রিঃ।
সভার সময়: বেলা ১০:৩০ পূর্বাহ্ন।

সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট 'ক'-তে দেখানো হলো।

সভাপতি সভায় উপস্থিত সম্মানিত সকল সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। গত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শোনানো হয় এবং কার্যবিবরণীতে কোনো সংযোজন ও বিয়োজন না থাকায় তা দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ হতে ২০২১-২০২২ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দের অর্থে গৃহীত স্কিমসমূহ সভায় তুলে ধরা হয়। ইউনিয়ন পরিষদসমূহ হতে প্রাপ্ত স্কিমের উপর বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই হয়। কমিটি সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত ইউপি ভিত্তিক স্কিমসমূহ বাস্তবায়নের জন্য অগ্রায়নের সিদ্ধান্ত গ্রহণ করে।

৬. খয়েরবাড়ী :

ইউপি চেয়ারম্যান-জনাব মো: এনামুল হক, মোবাইলঃ ০১৭১২৬৮১৮৫০। ইউপি সচিব-জনাব মোহাম্মদ আলী, মোবাইলঃ ০১৭৩৩৩০০৩৬০ ।

ক্রমিক নং স্কিমের নাম ও অবস্থান বরাদ্দের অর্থবছর ওয়ার্ড নং বরাদ্দের ধরণ স্কিমের সেক্টর স্কিমের সাব-সেক্টর প্রাক্কলিত ব্যয় ক্রয় প্রক্রিয়ার ধরণ
খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সম্মুখের পাকা রাস্তা হতে মাদ্রাসার অভ্যন্তরীণ রাস্তা সিসি করণ ২০২১-২০২২ ইউপি উন্নয়ন সহায়তা, বিবিজি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার/নির্মাণ ৳২৩৩,৮০০.০০ আরএফকিউ
উপ-মোট ৳২৩৩,৮০০.০০  

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
ফুলবাড়ী, দিনাজপুর
 
mujib_logo
                                               
   ফুলবাড়ী উপজেলা ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন(বিজিসিসি) কমিটির ১ম সভার কার্যবিবরণী:
সভাপতি: জনাব মোঃ রিয়াজ উদ্দিন
উপজেলা নির্বাহী অফিসার
ফুলবাড়ী, দিনাজপুর।

সভার স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, ফুলবাড়ী, দিনাজপুর।

সভার তারিখ: ২৮/০২/২০২২ খ্রিঃ।
সভার সময়: বেলা ১১:৩০ পূর্বাহ্ন।

সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকা পরিশিষ্ট 'ক'-তে দেখানো হলো।

সভাপতি সভায় উপস্থিত সম্মানিত সকল সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। গত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শোনানো হয় এবং কার্যবিবরণীতে কোনো সংযোজন ও বিয়োজন না থাকায় তা দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ হতে ২০২১-২০২২ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দের অর্থে গৃহীত স্কিমসমূহ সভায় তুলে ধরা হয়। ইউনিয়ন পরিষদসমূহ হতে প্রাপ্ত স্কিমের উপর বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই হয়। কমিটি সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত ইউপি ভিত্তিক স্কিমসমূহ বাস্তবায়নের জন্য অগ্রায়নের সিদ্ধান্ত গ্রহণ করে।

৬. খয়েরবাড়ী :

ইউপি চেয়ারম্যান-জনাব মো: এনামুল হক, মোবাইলঃ ০১৭১২৬৮১৮৫০। ইউপি সচিব-জনাব মোহাম্মদ আলী, মোবাইলঃ ০১৭৩৩৩০০৩৬০ ।

ক্রমিক নং স্কিমের নাম ও অবস্থান বরাদ্দের অর্থবছর ওয়ার্ড নং বরাদ্দের ধরণ স্কিমের সেক্টর স্কিমের সাব-সেক্টর প্রাক্কলিত ব্যয় ক্রয় প্রক্রিয়ার ধরণ
খয়েরবাড়ী ফুটবল খেলার মাঠের প্রাচীর নির্মাণ ২০২১-২০২২ ইউপি উন্নয়ন সহায়তা, বিবিজি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সুরক্ষা বাঁধ/গাইড ওয়াল নির্মাণ ৳২৩২,০০০.০০ আরএফকিউ
উপ-মোট ৳২৩২,০০০.০০